কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার কোর্ট বাজার অরিজিন হাসপাতালের সামনে থেকে এ মিছিল শুরু হয়।
মিছিল শেষে উপজেলা সভাপতি ফারুক আল ফারাবির সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সীমান্ত সুরক্ষা, মাদক নির্মূল, রোহিঙ্গা সন্ত্রাস দমন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতি মোঃ ইউসুপ বিন নূরী বলেন, “২০১৮ সালের মতো আবারও ছাত্ররাই হবে রাষ্ট্র সংস্কারের নেতৃত্বে। সীমান্তে চোরাচালান বন্ধ ও উখিয়া-টেকনাফবাসীর নিরাপত্তার জন্য সবাইকে সচেতন হতে হবে।” তিনি আরও বলেন, “যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামীতে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে সীমান্তবাসী। আমরা আবারও রক্ত দিয়ে হলেও এসবের সমাধান করব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ইউনুস মাহমুদ। এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, স্থানীয়দের চাকরির ব্যবস্থা দ্রুত নিশ্চিত না করা হলে শিক্ষকদের নিয়ে রাজপথে নামতে বাধ্য হবেন।
সমাবেশে অন্যন্যদের বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক শাহ ইকবাল বলেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ঈসমাঈল সহ প্রমুখ।
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।