উখিয়ার ইনানীতে ফিশটেক হ্যাচারি পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রবিবার(২১ সেপ্টেম্বর)
টেকসই জলজ চাষে প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করতে কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ‘সেন্টার অফ এক্সিলেন্স’। ফুডটেক বাংলাদেশ প্রোগ্রামের আওতায় মেরিন ড্রাইভের একটি হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার । অনুষ্ঠানে ফিশটেক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ফরহাদ হোসেন স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, লাইটক্যাসল পার্টনার্স ও ল্যারিভ ইন্টারন্যাশনালের প্রতিনিধি, কৃষক, উদ্যোক্তা এবং স্থানীয় ও আন্তর্জাতিক অংশীদাররা। পরে ইনানী, টেকনাফ ও কক্সবাজার সদরের ফিশটেক হ্যাচারী পরিদর্শন করেন উপদেষ্টা ও প্রতিনিধিদল। উল্লেখ্য, ২০২২-২০২৭ সাল মেয়াদি ফুডটেক বাংলাদেশ প্রোগ্রামের নেদারল্যান্ডস দূতাবাসের সহ-অর্থায়নে, লাইটক্যাসল পার্টনার্স, ফিশটেক লিমিটেড, ডি হিউস, জেমিনি সি ফুড এবং ভিকন ওয়াটার সলিউশনের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এটি দেশের জলজ চাষে জ্ঞান, দক্ষতা ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।