কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১১টার দিকে পালংখালী সীমান্ত পিলার বিআরএম-১৯ এর উত্তর-পূর্বে আঞ্জুমানপাড়া গ্রামের আবু বক্করের বাড়ির পাশে একটি পুরাতন পরিত্যক্ত বাড়ির কাঠের স্তুপে তল্লাশি চালানো হয়। এসময় খাকী রঙের একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে সর্বমোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ঘটনায় মাদক চোরাকারবারীদের গ্রেফতারে ঘটনাস্থল এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট মাদক কারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।