উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বিশেষ অভিযানে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়াল মারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপি’র একটি বিশেষ টহল দল পালংখালী (গয়াল মারা) এলাকায় অবস্থান নেয়।
সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে একটি সিএনজি পালংখালী রোড থেকে বালুখালী মেইন রোডের দিকে অগ্রসর হলে বিজিবির টহলদল সেটিকে থামাতে চেষ্টা করে। এ সময় সিএনজি চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা সিএনজি তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচে লুকানো অবস্থায় দুইটি প্যাকেটে মোট ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করে।
বিজিবি জানায়, পলাতক মাদক চোরাকারবারীকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজি আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।