কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ৮৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শামসুল আলম নামক এক মাদক ব্যবসায়ী আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের কৈবর্ত্য পাড়া এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। অভিযানে নৌবাহিনীর সাথে কুতুবদিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল অংশগ্রহণ করেন। আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।