কক্সবাজারের চকরিয়ায় ধাওয়া খেয়ে নিখোঁজের ৩২ ঘণ্টা পর মো. রিপন (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান সংলগ্ন কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে খালে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এর আগে বুধবার রাতে চার যুবক মালুমঘাট চা-বাগান এলাকার একটি টংঘরে বসে মাদক সেবন করছিল বলে স্থানীয়রা জানান। এসময় বিষয়টি দেখে লোকজন ধাওয়া দিলে তারা খালে ঝাঁপ দেয়। তিনজন সাঁতরে উঠে এলেও নিখোঁজ ছিলেন রিপন।
অবশেষে শুক্রবার দুপুরে রিপনের মরদেহ খালে ভেসে ওঠে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।