কক্সবাজারের চকরিয়া থানার একটি মামলায় আদালতের দেওয়া তিন বছরের সাজা থেকে বাঁচতে টানা ৩১ বছর পলাতক থাকা আসামি রমজান আলীকে (৬৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর স্টেশনের অদূরে একটি মৎস্য ঘের থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রমজান আলী ওই ইউনিয়নের আজমনগপাড়া গ্রামের মৃত ছৈয়দ আহমদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে এনামুল হক নামের এক ব্যক্তিকে বেদড়ক মারধর করেন রমজান আলী ও তার সহযোগী। এ ঘটনায় একই বছরের ২৭ ফেব্রুয়ারি এনামুল হক বাদী হয়ে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে কক্সবাজার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রমজানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।
চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাতে বদরখালী সমুদ্র চ্যানেল সংলগ্ন একটি মৎস্য ঘেরে রমজানের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার এড়াতে রমজান দীর্ঘদিন চিংড়িজোন ও বিভিন্ন মৎস্য ঘেরে আত্মগোপনে ছিলেন এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “মামলার পর থেকে গেল ৩১ বছর তিনি দুর্গম চিংড়ি জোনে আত্মগোপনে ছিলেন। সেকারণে একাধিকবার চেষ্টা করেও পুলিশ তাকে ধরতে পারেনি।”
গ্রেপ্তারের পর বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রমজান আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।