টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে পাহাড়ের গহীনে ডাকাত ও অপহরণকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অপহৃত এক যুবককে উদ্ধার এবং বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
রবিবার (৬ জুলাই) দুপুরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।
তিনি জানান, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল সশস্ত্র ডাকাত ও অপহরণকারী বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে এমন খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।
একপর্যায়ে সন্ত্রাসীরা রাতের অন্ধকারে পাহাড়ের গভীরে পালিয়ে যায়। পরে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
অভিযানকালে অপহৃত মো. সোহেল (২০), পিতা জাহাঙ্গীর আলম, গ্রাম নতুন পল্লান পাড়া, টেকনাফ পৌরসভা—কে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এস স্টেশন কর্মকর্তা।
উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকায় অন্তত ২৫৭ জন অপহরণের শিকার হয়েছেন।