কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খোংকারপাড়া এলাকায় নুর নবী (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি ওই এলাকার মুফিজ মিয়ার ছেলে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নাফ শিশু পার্কের পাশে গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের পিতা মুফিজ মিয়া জানান, নুর নবী দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। প্রায় ৬ মাস আগে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন, পরে পরিবার তাকে ফিরিয়ে আনে। সোমবার সকালে দুই ভাই একসাথে গরুর খামারে গেলে কিছুক্ষণ পর ছোট ভাই ফোন করে জানায়, নুর নবী আত্মহত্যা করেছে।
এ ঘটনায় নিহতের মামা আমান উল্লাহ বলেন, হঠাৎ নুর নবীর ছোট ভাই ফোন করে বিষয়টি জানায়। পরে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।