কক্সবাজারের টেকনাফ সদরের রাজাছড়া এলাকার গহীন পাহাড়ে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে চলছে ব্যাপক তল্লাশি।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত শতাধিক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও একাধিক আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
অভিযান চলমান থাকায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাজনিত কারণে স্থানীয়দের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে।
বিজিবি ও র্যাব সূত্রে জানা গেছে, গহীন পাহাড়ে দীর্ঘদিন ধরে একটি অপরাধী চক্র আস্তানা গেড়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ কারণে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।