কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
৭ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এবং পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় টেকনাফ থানা পুলিশের এএসআই (নিঃ) তাপস কান্তি দাশ ও সঙ্গীয় ফোর্স মোবাইল-৭৭ দিবা ডিউটি চলাকালে এই অভিযান পরিচালনা করেন।
ঘটনার সময় হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং ব্রিজের সামনে পৌঁছালে পুলিশ একটি মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তিকে সন্দেহভাজন মনে করে থামার সিগনাল দেয়। কিন্তু তারা সিগনাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় মোটরসাইকেলের পিছনে থাকা ব্যক্তি একটি পাটের ব্যাগ ফেলে যায়। উভয়ে রেইনকোট পরিহিত থাকায় এবং অতিরিক্ত বৃষ্টির কারণে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।
পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে পুলিশ ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।