কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।
সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার ৫ নম্বর বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়ার বাঘগুনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বাহারছড়ার ৯নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ার মৃত আক্কাস আলীর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩২), এবং বরিশালের হিজলা থানার চর দুর্গাপুর এলাকার মৃত নাদের বক্সের পুত্র মোঃ মিজানুর রহমান (মিজু) (৪২)
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।