চট্টগ্রামের কর্ণফুলী নদীর চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে ২৫০ কেজি সয়াবিন দানাসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১১ আগস্ট) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সন্দেহজনক বোট থামানোর সংকেত দিলে উপস্থিতরা সংকেত অমান্য করে বোটটি নদীর তীরে ফেলে লোকালয়ে পালিয়ে যায়।
পরে বোটটি তল্লাশি করে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি সয়াবিন দানা উদ্ধার করা হয়। চোরাচালান কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সয়াবিন দানা ও বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বলেন, “অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”