কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাসিন্দা সুলতান আহমদের ছেলে আবু তাহের (২৫) কে গ্রেফতার করা হয়।
রামু থানার ওসি আরিফ হোসেন জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আবু তাহেরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।