১৯৯০ সালে কক্সবাজারের একমাত্র দ্বীপ উপজেলা কুতুবদিয়ার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য পেকুয়ার মগনামা ইউনিয়নে এই জেটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরবর্তীতে ২০০৪ সালে এর সম্প্রসারণ করে ২০০ গজ দীর্ঘ একটি সরু ব্রিজ নির্মাণ করা হয়, যার চারপাশে ছিল নিরাপত্তা রেলিং। কিন্তু দীর্ঘ সময় ধরে কোনো রক্ষণাবেক্ষণ না হওয়ায় রেলিংগুলো ভেঙে গেছে, পিলারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কংক্রিট উঠে গিয়ে রড বেরিয়ে এসেছে। দীর্ঘ দুই দশক ধরে সংস্কার না হওয়ায় কুতুবদিয়ার তিন লক্ষাধিক মানুষ প্রতিদিন এই জেটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।