তহবিল সংকটের কারণে বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে লাইফ গার্ড সেবা বন্ধ হবার কথা থাকলেও আপাতত বন্ধ হচ্ছে না। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগের নিময়ই চালু থাকবে লাইফ গার্ড সেবা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিদুল আলম।
তিনি বলেন, লাইফগার্ড না থাকলে পর্যটকদের জীবন ঝুঁকিতে পড়বে। এ কারণে সেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) কে চিঠি দেওয়া হয়েছে। আপাতত তারা লাইফগার্ড সেবা চালিয়ে যাবে।