ভারতে যাওয়ার সময় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে (৩১) আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার সময় তিনি বেনাপোল ইমিগ্রেশনে আসেন। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
আটক আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর উপজেলার ৪নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছিলেন।