ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর একটি বিশেষ অভিযানে কক্সবাজারের রামু উপজেলার গোয়ালিয়া চেকপোস্ট এলাকা থেকে ১০ হাজার ২০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে এ অভিযান চালানো হয়। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় ও সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয়। অভিযানে একটি সন্দেহভাজন সিএনজি আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে যাত্রী নজুমা বেগম (৩৫), স্বামী এবাদুল্লাহ, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-০২, ব্লক-ডি-০৪, উখিয়া থানার বাসিন্দার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, রামু ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদকদ্রব্য ও চোরাচালান দমনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আটক রোহিঙ্গা নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।