কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। যার বাজারমূল্য আনুমানিক ৭২ লাখ টাকা। অভিযানে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, খুনিয়াপালং ব্রিজ এলাকা থেকে একটি ইজিবাইক থামানো হয়। চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তিনি কিছু অস্বীকার করলেও পরে ইজিবাইকের চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটক যুবকের নাম নুরুল আবছার (২৫)। তিনি রামুর রাবেতা দক্ষিণ ধেচুয়াপালং এলাকার আবদুল্লাহর ছেলে।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “রামু ব্যাটালিয়ন সবসময় সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।