মহেশখালী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত চলা ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগে ও মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন ছোট মহেশখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো: শফি, বড় মহেশখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুকুমার চন্দ্র দে। হোয়ানক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বড় মহেশখালীর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কালাম, ছোট মহেশখালীর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ সেলিম, হোয়ানক ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রহমত উল্লাহ , শাপলাপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণ সম্পাদক নুরুল কাদের, মাতারবাড়ী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন এবং মাতারবাড়ী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুরুল আলম।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।