মিয়ানমারের সীমান্তে সারারাত ধরে তীব্র গোলাগুলির পর এক আরাকান আর্মির সদস্য বাংলাদেশে প্রবেশ করে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন।
আত্মসমর্পণকারী যুবকের নাম জীবন তঞ্চঙ্গ্যা (২১)। তিনি বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলার গর্জবুনিয়া এলাকার চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় চলমান সংঘর্ষ ও গোলাগুলির কারণে আতঙ্কিত হয়ে জীবন তঞ্চঙ্গ্যা বাংলাদেশে প্রবেশ করেন। পরে নিরাপত্তার স্বার্থে তিনি নাইক্ষ্যাংছড়ির গর্জবুনিয়া বিওপি’র সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।