কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন,”যারা মানুষকে অত্যাচার, জুলুম নির্যাতন ও দূর্নীতি করবে তাদের জায়গা বিএনপিতে থাকবেনা। জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা বিএনপি করি।” শনিবার(১২ জুলাই) রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন,” এখন বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা যতবড় ষড়যন্ত্র হোক না কেনো সবাইকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। পাড়া মহল্লায় প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট খুঁজতে হবে। এখানকার যেসব উন্নয়ন হয়েছে সবগুলো বিএনপির আমলে হয়েছে। শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া উখিয়া ও টেকনাফে কলেজ স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছি। সবাইকে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।”
উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা সালাম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী সহ প্রমুখ।