কক্সবাজারের রামুতে র্যাব-১৫ এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে রামু উপজেলা হাসপাতাল গেইট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় যাত্রীবেশে থাকা মোঃ জাহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে ১৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব পাহাড়তলী এলাকার আব্দুল লতিফের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকার করেন যে, তিনি সীমান্ত এলাকা থেকে নিয়মিত মাদক সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।
আটক আসামি ও জব্দকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।