কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রেজুখাল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি নিয়মিত তল্লাশী দল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালায়। এসময় যাত্রী শিল্পী আক্তারের শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শিল্পী আক্তার (২৮) ফরিদপুরের হাজীগঞ্জের চর আমরাপুর উপজেলার শেখ ইউসুফের মেয়ে।
অভিযানে ২ হাজার পিস ইয়াবা ছাড়াও ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক আসামিকে উদ্ধারকৃত মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবি।