কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নদীভাঙনের শিকার হয়ে বাস্তুচ্যুত প্রায় ২৫০টি পরিবারের দুর্দশা সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উখিয়ার কুতুপালং হাজমরোড এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বাস্তুচ্যুত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। এ সময় রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান ও স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ায় আশ্রয় নেওয়া এসব বাস্তুচ্যুত পরিবারের মধ্যে প্রায় ১৫০টি পরিবার বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ও ২ ইস্ট-এর কাঁটাতারের ভেতরে অবস্থান করছে। অপরদিকে, প্রায় ১০০ পরিবার কুতুপালং হাজমরোড এলাকায় মানবেতর জীবনযাপন করছে। বাস্তুচ্যুত পরিবারগুলো দীর্ঘদিন ধরে মৌলিক সেবা ও বাসস্থান সংকটে ভুগছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা শিক্ষা—অধিকাংশ শিশুর জন্মনিবন্ধন না থাকায় তারা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না।
এ সময় জননেতা শাহজাহান চৌধুরী শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC)-এর সঙ্গে মোবাইলে কথা বলেন এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখার অনুরোধ জানান। পাশাপাশি, বাস্তুচ্যুত পরিবারগুলোর সমস্যা সমাধানে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এটি শুধু মানবিক সংকট নয়; বরং দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রেও বড় একটি চ্যালেঞ্জ। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।