বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বাদ এশা ইউনিয়ন তদারককারী মাওলানা হাফিজ উদ্দিন যায়েদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং ইউনিয়ন সেক্রেটারি এন.এ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাওলানা রাশেদুল ইসলাম জবল।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় ২০২৫-২০২৬ সেশনের জন্য ছৈয়দ হোসাইনকে সভাপতি ও মোহাম্মদ আলমকে সেক্রেটারী নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বিএম সম্পাদক মাওলানা মনছুর আলম, ইউনিয়ন আমির মাওলানা আবুল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি ও জেলা নির্বাহী সদস্য মাওলানা রিদুয়ানুল হক জিসান, সহ-সভাপতি শাহ আলম, সেক্রেটারী আমান উল্লাহ আমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাস্টার ছলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহ প্রমুখ।
সভায় ওয়ার্ড ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং বিভিন্ন সেক্টরের শ্রমিকরা উপস্থিত ছিলেন।