আগামী ০১ আগস্ট ২০২৫ ইং, শুক্রবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কক্সবাজার জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রিড কর্তৃপক্ষ PGCB (Power Grid Company of Bangladesh) কর্তৃক ১৩২ কেভি (KV) ন্যাশনাল গ্রিড লাইনে জরুরি কাজের জন্য এই শাটডাউন নেওয়া হচ্ছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও, লোড সাইডের (গ্রাহক প্রান্তে) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দুপুর ২টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে।
পিজিসিবি সূত্র জানায়, এই সময়ের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।