টেকনাফে অভিযান চালিয়ে ১৬৮ ক্যান হ্যান্টার বিয়ারসহ হুমায়ুন কবির (২৮) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) সদস্যরা। আটককৃত হুমায়ুন কবির টেকনাফ কলেজপাড়ার বাসিন্দা এবং মোঃ নুরুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৭ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী সৈকত পরিবহনের একটি মিনি বাস ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। বাসের সর্বশেষ সিটে বসে থাকা হুমায়ুনের কাছে থাকা নেভি ব্লু, লাল ও কালো রঙের তিনটি কাপড়ের ব্যাগ থেকে ১৬৮ ক্যান হ্যান্টার বিয়ার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে হুমায়ুন কবির জানান, তিনি উক্ত বিয়ার কক্সবাজার থেকে কিনে টেকনাফে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধে উখিয়া ব্যাটালিয়ন নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আটক আসামি ও জব্দকৃত বিয়ার উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।