1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক
শিরোনামঃ
চাঁদার জন্য এমপি শাম্মির বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফের সঙ্গে আমার কথা হয়: অপু সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া আইডি, আইএসপিআরের সতর্কবার্তা শজিমেকে রাখা হলো না হার্ট অ্যাটাক করা হিরো আলমকে উখিয়ায় কল থেকে পানি সরবারাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের সংঘর্ষ উখিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু চেকপোস্টে ডগ ‘জুলিয়া’র ঘ্রাণে ইয়াবাসহ উখিয়ার জান্নাতুল আটক উখিয়ায় ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় ‘খতিয়ান কালু’ গ্রেফতার উখিয়ায় অস্ত্র-গুলিসহ আরাকান আর্মি সদস্যের আত্মসমর্পণ কক্সবাজারে ১ বছরে জব্দ ১,৩২১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ৬ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

প্রয়াত সাংবাদিক ছৈয়দ উল্লাহ আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পঠিত

কক্সবাজারের বরেণ্য সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সংগঠক এস এম ছৈয়দ উল্লাহ আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার।

 

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার বদরমোকাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় প্রয়াত আজাদকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন বক্তারা।

 

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা আবদুল খালেক নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ, কক্সবাজার নিউজ (সিবিএন)-এর বার্তা সম্পাদক ইমাম খাইর।

 

স্মরণসভায় বক্তারা বলেন, “প্রয়াত ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন সহজ-সরল, সদালাপী ও নিরহংকার মানুষ। সাংবাদিকতার পাশাপাশি মানবসেবায়ও তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। সমাজ ও এলাকার কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহীদ। আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক জিকির উল্লাহ জিকু, শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, এম.এ সাত্তারসহ আরও অনেকে।

 

এর আগে ৩ আগস্ট কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, চ্যানেল আইয়ের কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মানিক, জিটিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু এবং সাংবাদিক সংসদের সদস্যসহ সাধারণ মুসল্লিবৃন্দ। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।

 

উল্লেখ্য, ছৈয়দ উল্লাহ আজাদ মৃত্যুকালে সাংবাদিক সংসদ কক্সবাজারের সহ-সভাপতি এবং দৈনিক রূপালী সৈকতের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী গ্রামের সন্তান। আজাদ ছিলেন একজন নির্লোভ, মিশুক ও সমাজবান্ধব মানুষ। তিনি বিভিন্ন সময় সামাজিক, মানবিক ও পরিবেশ বিষয়ক ইস্যুতে লেখালেখি ও সচেতনতা সৃষ্টি করেছেন। নিজ এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে ছিলেন সদা নিবেদিতপ্রাণ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com