
বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার উদ্যোগে ছাত্র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ জানুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোর্টবাজারে শিবিরের উখিয়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সোহরোয়ার্দীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “একটি আদর্শ রাষ্ট্র গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ও ন্যায়বিচারের বাংলাদেশ। সেই লক্ষ্য অর্জনে ছাত্রদের চারিত্রিক মাধুর্য ও মেধার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রপ্রতিনিধিদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।”
তিনি বলেন, উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের অধিকার আদায় ও সার্বিক সামাজিক উন্নয়নে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সমাজকে দুর্নীতি ও মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল, নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রিদুয়ানুল হক জিশান, আল মুবিন ছোটন, সাজ্জাদ হোসেন মুন্নাসহ স্থানীয় ছাত্র ও সংগঠনের নেতৃবৃন্দ।