
কক্সবাজারের উখিয়া উপজেলায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান (এমভিভি) কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৩ হাজার ৯৮২টি কুকুরকে টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ কর্মসূচিতে মোট ৪ হাজার ৬৭৩টি কুকুরকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৬৯১টি কুকুর টিকার বাইরে রয়ে গেছে। ফলে সার্বিকভাবে উখিয়া উপজেলায় কুকুরের টিকাদানের শতকরা হার দাঁড়িয়েছে ৮৫ শতাংশ।
জানা যায়, উখিয়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়। ইউনিয়নভিত্তিকভাবে মাঠপর্যায়ে ঘুরে ঘুরে কুকুর শনাক্ত করে এই টিকা প্রদান করা হয়।
জলাতঙ্ক নির্মূল লক্ষ্যে পরিচালিত এই কুকুরের টিকাদান কর্মসূচি (এমভিভি) সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাওন বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ, যা কুকুরের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। কুকুরের টিকাদান নিশ্চিত করাই মানুষের মধ্যে জলাতঙ্কের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
তিনি আরও বলেন, “ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ” অনুযায়ী এই টিকার কার্যকারিতা এক বছর পর্যন্ত থাকে। তাই প্রতিবছর কুকুরের টিকাদান কর্মসূচি চালু রাখা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন চৌধুরী বলেন, উখিয়া উপজেলায় জলাতঙ্ক নির্মূলে আমরা সমন্বিতভাবে কাজ করছি। কুকুরের টিকাদানের পাশাপাশি মানুষকে সচেতন করাও আমাদের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাদ পড়া কুকুরগুলোকে টিকার আওতায় আনতে পুনরায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে, যাতে শতভাগ কভারেজ নিশ্চিত করা যায় তা চেষ্টা চলছে৷