কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে প্রায় ৫০ শতক সরকারি বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধারের পর সেখানে চারাগাছ রোপন করা হয়।
শনিবার(১২ জুলাই) হলদিয়া পালং বেলা কবিরের দোকান সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজার কুল রেঞ্জ সহযায়ী অফিসার ও পাগলিরবিল বিট কর্মকর্তা খন্দকার মোকছুদ আলী জানান,বনভূমি রক্ষা ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।