নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল হিন্দু পাড়ার সার্বজনীন শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে “শারদীয় দুর্গোৎসব ২০২৫” উপলক্ষে নতুন উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
২৬ জুলাই (শনিবার) রাতে বিষ্ণু মন্দির প্রাঙ্গণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে অনুষ্ঠিত এক সামাজিক বৈঠকে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে জাগ্রত কুমার দে-কে সভাপতি ও অর্জুন শর্মা মান্না-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পান সুমন দে।
কমিটি গঠনের পর উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, বিগত বছরের মতো এবছরও পূজা হবে সুসজ্জিত, সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর।
স্থানীয়দের পক্ষ থেকে নবগঠিত কমিটির প্রতি জানানো হয়েছে শুভকামনা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস।