২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে সীমান্ত শহর অনলাইন পোর্টালের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ফলাফল শুধু একটি পরীক্ষার সাফল্য নয়, বরং ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার একটি ধাপ। যারা কৃতকার্য হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা কাঙ্ক্ষিত ফলাফল পাননি, তাদের জন্যও অনুপ্রেরণা রইল। আগামীতে আরও ভালো করার সুযোগ রয়েছে।
সীমান্ত শহর সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং আগামী দিনগুলোতেও শিক্ষাবান্ধব সংবাদ পরিবেশনের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করে যাবে।