কক্সবাজার সদর মডেল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সায়মুন রোডে রামাদা ওয়াইন্ডম হোটেলের সামনে পুলিশের নিয়মিত টহল চলাকালে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি সিনথেটিক ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন: কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের
মো. শফি আলমের পুত্র মো. আয়াজ উদ্দিন (২৭), জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাকির আহমেদের পুত্র
জাবেদ হোসেন (৩৫)
পুলিশ জানায়, শুক্রবার (০২ আগস্ট) বিকেলে দায়িত্ব পালনরত অবস্থায় সন্দেহজনক চলাফেরার কারণে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের ডান হাতে ধরা একটি ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের উখিয়া থানার মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থার জন্য আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।