কক্সবাজারে র্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩
কক্সবাজার:
কক্সবাজারের দক্ষিণ কলাতলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ তিন জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, ৩ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড তাজা কার্তুজ, ৮টি বিদেশি পিস্তলের গুলি, একটি স্মার্টফোন, দুইটি বাটন ফোন, একটি ইজিবাইক ও নগদ ১২৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
শাহ আলম (৪০), বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা
আব্দুল জলিল (২৯), জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা
আদিল (আদিল্লা) (৩৫), বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহ আলম অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে অটোচালক আব্দুল জলিলের মাধ্যমে গুলি ও অস্ত্র সরবরাহের পরিকল্পনা করে। জলিল বিকাশের মাধ্যমে টাকা বুঝে নিয়ে অটো রিকশায় করে অস্ত্র পৌঁছাতে যাচ্ছিল।
র্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র সরবরাহের সিন্ডিকেট ভাঙতে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।