
কক্সবাজার জেলার সর্ববৃহৎ স্বর্ণপদক বৃত্তি হিসেবে খ্যাত আলোকিত শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ সাধারণ বৃত্তি অর্জন করেছে উখিয়ার মেধাবী শিক্ষার্থী ইসফাতুল ইসলাম সাবিদ।
সাবিদ উখিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবুল কাশেম নুর জাহান চৌধুরী (একেএনসি) উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
গত বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা যায়, উখিয়া আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৭ম শ্রেণির সাধারণ গ্রুপ থেকে স্বর্ণপদক বৃত্তি অর্জন করে সে। তার বৃত্তি রোল নম্বর U–৭০২৮। আলোকিত শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা উদযাপন পরিষদ আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করে।
সাবিদ উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার ব্যবসায়ী সুলতান আহমেদ কোম্পানির মেজ ছেলে।
এ বিষয়ে সাবিদের মা বলেন, আমার ছেলের এই অর্জন আমাদের পরিবারের জন্য অনেক গর্বের। সে ছোটবেলা থেকেই মন দিয়ে পড়াশোনা করে। আল্লাহর রহমতে ভবিষ্যতে আরও বড় কিছু অর্জন করবে, এই আশা রাখি।
তিনি আরও বলেন, জেলা পর্যায়ে সাধারণ বৃত্তি পাওয়া আমাদের জন্য আনন্দের ও প্রেরণার। আমি তার ভবিষ্যৎ জীবনের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আলোকিত শিক্ষা ফাউন্ডেশন প্রতিবছর কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে।