ক্সবাজার সিটি কলেজে শিক্ষার্থীদের সচেতনতা ও দুর্ঘটনার মুহূর্তে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সক্ষম করে তুলতে একটি প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
আগামী ১৪ জুলাই ২০২৫, রবিবার সকাল ১০টা থেকে কলেজের কমার্স ভবনের হলরুম ১০১ নম্বরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মশালাটি সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণ বিনামূল্যে।
প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, বিভিন্ন দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে প্রথম করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
কলেজের এক শিক্ষক জানান, “এই ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাস্তব জীবনে অনেক কাজে আসবে। কেউ দুর্ঘটনায় পড়লে প্রাথমিক সহায়তা দিতে পারবে, যা অনেক সময় জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে কলেজ প্রশাসন।