কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের সব ধর্মের মানুষদের নিয়ে কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে চায়। সংখ্যাগুরু বা সংখ্যালঘু তত্ত্বে আমরা বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি, এটাই হোক আমাদের বড় পরিচয়।গতকাল সন্ধ্যায় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিলের মহাজন পাড়ায় নির্মাণাধীন সার্বজনীন হরি মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় মন্দির কমিটির সভাপতি সুজিত দেবনাথসহ ওই গ্রামের শতাধিক হিন্দু ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। এর আগে উত্তর ধূরুং ইউনিয়নের মিয়ারা কাটা এলাকায় প্রায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন হামিদ আযাদ।