চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট এলাকায় ১৬ বীর টহলদলের একটি টহলদল মালিক বিহীন অবস্থায় পরিত্যক্ত ২টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড গুলিবিন্যাস উদ্ধার করেছে।
আজ রোববার (৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সিনিয়র ওয়াচ অফিসার জাহিদের নেতৃত্বে টহলদল মালুমঘাটের রিজাবপাড়ার পূর্ব পাশে বনের মধ্যে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে চকরিয়া থানার পুলিশের সহযোগিতায় এসব উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে ১৬ বীর টহলদল জানিয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ ও বেআইনি অস্ত্র উদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।