
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন নাজমুল মোস্তফা আমিন। এ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। মনোনয়ন ঘোষণার পর লোহাগাড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দীন চৌধুরী খোকন বলেন লোহাগাড়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দীন চৌধুরী খোকন বলেন চট্টগ্রাম-১৫ আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে জনগণ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় আছে। আগামী নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীরা মাঠে কাজ শুরু করেছেন বলে জানান।
মনোনয়ন পাওয়ার পর নাজমুল মোস্তফা আমিন বলেন, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি লোহাগাড়া ও সাতকানিয়ার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর সম্মীলিত অর্জন। দলের প্রতি আনুগত্য, ত্যাগ ও নিষ্ঠার মূল্যায়ন করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আমি বিশ্বাস করি, জনগণের সমর্থন নিয়ে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ পুনরুদ্ধারের লড়াই আরও বেগবান করতে পারব। তিনি আরও বলেন, চট্টগ্রাম-১৫ আসনের উন্নয়ন বহু বছর পিছিয়ে আছে। জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি মাঠে থাকব। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবারও প্রমাণ করবে তারা পরিবর্তন চায়।