1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক
শিরোনামঃ
কুতুপালং বাজারে প্রকাশ্যে চোরাই মোবাইল বেচাকেনা ৬ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার কুতুপালং বাজারে প্রকাশ্যে চোরাই মোবাইল বেচাকেনা, রাজস্বে বড় ক্ষতি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া উপকূলে বড়শি দিয়ে মাছ ধরার সময় ৫ জেলে আটক টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতার পদত্যাগ মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর সম্ভাবনা ভারত থেকে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে, প্লাবিত হতে পারে ৫ জেলা প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো ইউকেএম ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর আগামী নির্বাচনে ভোটার সংখ্যা হতে পারে ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২

জুলাই অভ্যুত্থানে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেফতার মাত্র ৬১

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় এখন পর্যন্ত সারাদেশে ১ হাজার ৬০১টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় মামলা হয়েছে ৭৬১টি। এসব মামলায় অন্যান্য আসামির পাশাপাশি ১ হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে পুলিশের সাতজন সাবেক মহাপরিদর্শক (আইজিপি) থেকে শুরু করে কনস্টেবল পদের সদস্যরা রয়েছেন। মামলায় তাদের বিরুদ্ধে গুলি করা কিংবা গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

দেড় হাজারের বেশি পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হলেও এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন মাত্র ৬১ জন। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলায় ৯ পুলিশ সদস্যের বিচার শুরু হয়েছে। এছাড়া অন্য কোনো মামলার তদন্তই শেষ হয়নি।তদন্তের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা বলছেন, সবগুলো স্পর্শকাতর মামলা। পুলিশ সদস্যরা আসামি থাকায় তদন্ত করতে হবে নির্ভুল। কারণ, তাদের বেশিরভাগ বাহিনীতে কর্মরত থাকায় তাড়াহুড়োর তদন্তে ভুল হলে বাহিনীতে ক্ষোভের সৃষ্টি হতে পারে। এজন্য সব ধরনের প্রশ্ন ও বিতর্কের ঊর্ধ্বে থেকে মামলাগুলোর তদন্ত করতে চান তারা। এসব মামলা গুরুত্বসহকারে বিশেষভাবে তদারকি করছে পুলিশ সদর দপ্তর ও বাহিনীর সিনিয়র কর্মকর্তারা।পুলিশের সূত্র বলছে, গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে সারাদেশে হত্যা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ঘটনায় পুলিশের বিরুদ্ধে ৭৬১টি মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রীসহ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পুলিশ সদস্যদেরও আসামি করা হয়েছে। মামলাগুলো করেন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজন, আহত ব্যক্তি ও তাদের স্বজনরা। এসব মামলায় আসামি হিসেবে আছেন এক হাজার ১৬৮ পুলিশ সদস্য। তাদের মধ্যে রয়েছেন সাতজন সাবেক আইজিপি, ৪১ জন সাবেক অতিরিক্ত আইজিপি, ১২ জন সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি), ১১ জন বর্তমান ডিআইজি, দুজন সাবেক অতিরিক্ত ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি, তিনজন সাবেক পুলিশ সুপার (এসপি), ৬৬ জন বর্তমান এসপি, ৬৫ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৩৫ জন সহকারী পুলিশ সুপার, ১৮৭ জন পরিদর্শক, ৩৪০ জন উপপরিদর্শক (এসআই), ১১৭ জন এএসআই ও ২২৪ জন কনস্টেবল। বাকিরা টিএসআই, এটিএসআই, নায়েক ও পদ উল্লেখ না থাকা পুলিশ সদস্য। তাদের মধ্যে এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৬১ জন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com