কক্সবাজারের টেকনাফে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসহ ১৬টি মামলার জিআর ওয়ারেন্টভুক্ত এক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম নুরুল আমিন ওরফে মনছুর মিয়া (৩৪)। তার প্রকৃত নাম নুরুল আমিন প্র المعروف “কালা পুতু”, পিতা- আমির হোসেন, মাতা- নুরুজ্জাহান। তিনি উনসিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পের সি-৫ ব্লকের ৩৯৫ নম্বর ঘরের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৪৮৬২৬।
জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আসামি ভিন্ন নাম ও ঠিকানায় আত্মপরিচয় দিয়ে চলছিলেন। অবশেষে ৭ জুলাই ২০২৫ ইং তারিখ টেকনাফ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং মাদক সংশ্লিষ্ট মোট ১৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।