
নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে উখিয়া উপজেলা থেকে অনলাইন, মাল্টিমিডিয়া, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত আগ্রহী সংবাদকর্মীদের কাছ থেকে ‘আবেদন’ আহ্বান করছে উখিয়া অনলাইন প্রেসক্লাব। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের ৬ জানুয়ারি ২০২৬ খ্রি. থেকে আগামী ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত উখিয়া অনলাইন প্রেসক্লাবের নামে বাংলাদেশ কৃষি ব্যাংক, উখিয়া শাখার হিসাব নং—৩১১৪,০৩১১১৫৭৮২২-এ ১,০০০ (এক হাজার) টাকা জমা দিয়ে উখিয়া অনলাইন প্রেসক্লাব কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
তবে আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীদের নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে—১. ব্যাংকের জমা রশিদের মূল কপি; ২. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি (ন্যূনতম ডিগ্রি পাস/স্নাতক ৩য় বর্ষ/অভিজ্ঞদের ক্ষেত্রে বিশেষ বিবেচনা); ৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; ৪. কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ড/নিয়োগপত্রের ফটোকপি; ৫. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ৬. গণমাধ্যমে বাই-নেমে প্রকাশিত সংবাদের একাধিক কাটিং।
পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে উখিয়া অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তি কমিটির নিকট জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি-সম্পাদকসহ সকলের সম্মতিক্রমে ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় তাৎক্ষণিকভাবে একটি ৩ সদস্য বিশিষ্ট ‘নতুন সদস্য অন্তর্ভুক্তি কমিটি’ গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক হলেন সবুজ বুড়য়া (০১৮৬৪৫৮০০০০), সদস্য সচিব রুহুল আমিন (০১৮১৪৩৮৫৭৮৫) ও সদস্য আলাউদ্দিন সিকদার (০১৮৭৮৩৮১৭৬১)।