1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক

নাফ নদীতে ধরা পড়া ১৬ কেজির কোরাল ২০ হাজারে বিক্রি

✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে ১৬ কেজি ওজনের একটি কোরাল ধরা পড়েছে। পরে সেটি ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার ( ২৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে নাফ নদীর টেকনাফ নাইট্যং পাড়া অংশে এ মাছটি জালে ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেন জেলে আব্দুর শুক্কুর।

 

তিনি বলেন, ‘নাফ নদীর টেকনাফ নাইট্যংপাড়া এলাকায় শুক্রবার মাছ ধরা হচ্ছে। এ সময় নদীতে জাল ফেলা হলে বিকেলে বড় একটি কোরাল জালে ধরা পড়ে। পরে মাছটি আমার সঙ্গে থাকা অন্যান্য জেলেদের সহায়তায় নদী থেকে নৌকায় তোলা হয়।’

তিনি আরও বলেন, ‘এ কোরালটা পেয়ে মাছ আর না ধরে নৌকা ও জাল নিয়ে নদী থেকে চলে আসি। মাছটি মেপে দেখলে ওজন ১৬ কেজি হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীর কাছে প্রতি কেজি সাড়ে ১২ শত টাকা দামে ২০ হাজার টাকায় বিক্রি করি।’

 

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘প্রায় সময় নাফ নদীতে জেলের জালে ও বড়শিতে ছোট-বড় কোরাল ধরা পড়ছে। গত ২৩ জুলাই শাহ পরীর দ্বীপের মৌলভী মোজাস্বেরের বড়শিতে ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়ে। আজও নাইট্যং পাড়ার আব্দুর শুক্কুর নামে এক জেলে তার জালে ১৬ কেজি ওজনের একটি কোরাল মাছ পেলো।

 

এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘নাফনদীর কোরাল বিক্রি করে জেলেরা ভালো মূল্যে পেয়ে থাকেন। এ নদীর কোরাল খেতেও সুস্বাদু।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com