কক্সবাজারের পেকুয়ায় খায়রুল এনাম (৫৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার মগনামার মহুরীপাডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পেকুয়া থানা পুলিশ৷
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা খায়রুল এনাম উপজেলার মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মগনামা থেকে এক
আওয়ামী লীগে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পেকুয়া থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।