1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :

ফেসবুক, ইউটিউবসহ নিষিদ্ধ হচ্ছে ২৩ অ্যাপ

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫ বার পঠিত

বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ ফেসবুক, ইউটিউব, এক্স। সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন সব ক্ষেত্রেই এই অ্যাপগুলো ব্যবহার হচ্ছে প্রায় সব দেশেই। কিন্তু এবার একটি দেশ একসঙ্গে এই তিন অ্যাপ তাদের দেশে ব্যবহার নিষিদ্ধ করছে। দেশটি হচ্ছে নেপাল।

নেপাল সরকার জানিয়েছে, ফেসবুক, এক্স ও ইউটিউব সহ বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করছে তারা। কারণ সংস্থাগুলো সরকারের সঙ্গে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়েছে।

 

নেপালের যোগাযোগ ও তথ্য সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেছেন, নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত প্রায় দুই ডজন সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মকে বারবার নোটিশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের সংস্থাগুলোকে দেশে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করতে পারে। কিন্তু প্ল্যাটফর্মগুলো নিবন্ধন করেনি। তাই সেগুলোকে ব্লক করা হচ্ছে।

অন্যদিকে টিকটক, ভাইবার এবং আরও তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেপালে কাজ করার অনুমতি পাবে কারণ তারা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত।

 

নেপাল সরকার এই সংস্থাগুলোকে দেশে একটি যোগাযোগ অফিস বা পয়েন্ট নিয়োগ করতে বলে আসছে। তারা সংসদে একটি বিল এনেছে যার লক্ষ্য হলো সামাজিক প্ল্যাটফর্মগুলো সঠিকভাবে পরিচালিত, দায়িত্বশীল এবং সক্রিয়তা নিশ্চিত করা।

যদিও এই বিল এখনো সংসদে অনুমোদন পায়নি। তবে এরই মধ্যে অনেকেই এই বিলকে অনলাইনে প্রতিবাদ জানানোর সময় বিরোধীদের উপর করাল আঘাত ও শাস্তি হানার হাতিয়ার হিসেবে দেখছেন। আর তাই এই আইন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। অধিকার গোষ্ঠীগুলো এটিকে মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার ও নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য সরকারের প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

 

কর্মকর্তারা বলছেন যে সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের জন্য আইন আনা প্রয়োজন আর ব্যবহারকারী ও অপারেটর উভয়ই এই প্ল্যাটফর্মগুলোতে কী শেয়ার করছেন এবং কী প্রকাশিত হচ্ছে, তার জন্য দায়ী ও জবাবদিহিতা বাধ্যতামূলক করতে হবে।

শুধু ফেসবুক, ইউটিউব, এক্স নয়, আরও ২৩টি সোশ্যাল মিডিয়া অ্যাপ নিষিদ্ধ হচ্ছে নেপালে। লিঙ্কডইন, রেডিট, স্ন্যাপচ্যাটও এবার বন্ধ হতে চলেছে। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে একটি মামলা চলাকালীন একটি রায় ঘোষণা করেছিল শীর্ষ আদালত যে দেশীয় ও বৈদেশিক সব অনলাইন প্ল্যাটফর্মগুলোকে দেশে পরিচালনার আগে তাদের নিবন্ধিত হতে হবে। মূলত অবাঞ্ছিত কনটেন্ট ছড়িয়ে পড়া এড়াতেই এই পদক্ষেপ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!