1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. info@shimantoshohor.com : Admin Panel : Admin Panel
  3. alamcox808@gmail.com : Bodi Alam : Admin5 Admin5
  4. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  5. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
শিরোনামঃ
রামুতে পাহাড় কাটার সময় ড্রামট্রাক জব্দ উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড জরিমানা ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি পোস্টাল ব্যালট পুনরায় ছাপানোর দাবি বিএনপির ঋণ পরিশোধ করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল, মামলা নিষ্পত্তির নির্দেশ কক্সবাজার ০২ আসন: সাবেক দুই এমপির সামনে ৪ প্রার্থী চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক ছাত্রসংযোগ মাস উপলক্ষে উখিয়ায় ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

ভোরে মাঠে নামছে ব্রাজিল

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামীকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) চিলির মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে।

 

২২ মাস পর জাতীয় দলে ফেরার প্রায় নিকটেই ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণার আগমুহূর্তে তিনি ইনজুরিতে পড়েন। ফলে ব্রাজিলের প্রাথমিক দলে থাকা নেইমারের জায়গা মেলেনি চূড়ান্ত স্কোয়াডে।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও ব্রাজিলের পাইপলাইনে থাকা ফুটবলারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। ডাক পাওয়ার যোগ্য ৭০ জনের মধ্যে তিনি ২৫ জনকে দলে ডেকেছেন। শতভাগ ফিট থাকার পাশাপাশি টেকনিক্যাল সব শর্ত পূরণ করলেই একজন খেলোয়াড় ডাক পান বলেও স্মরণ করিয়ে দেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ।

 

আনচেলত্তি বলেন, ‘আমার কথা স্পষ্ট, প্রাধান্য পাবে খেলোয়াড়ের মান ও দক্ষতা। এরপর তার শতভাগ ফিটনেস। সেই ফিটনেস কেবল ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য নয়, পুরো দলের কাজে লাগতে হবে। আমি কখনও কম মানসম্পন্ন খেলোয়াড়কে ডাকি, কারণ দলের জন্য সে অধিক কার্যকর হতে পারে।’

নেইমারের জায়গায় ব্রাজিলের আসন্ন ম্যাচে জোয়াও পেদ্রো খেলবেন বলে জানিয়েছেন আনচেলত্তি, ‘গতিসম্পন্ন, আক্রমণাত্মক ও শক্তিশালী খেলোয়াড় আধুনিক ফুটবল প্রায় হারাতে বসেছে। এস্তেভাও ঠিক সে ধরনের দক্ষতাসম্পন্ন খেলোয়াড়, একইভাবে রাফিনিয়া-ভিনি-মার্টিনেল্লির কথাও বলা যায়। আধুনিক ফুটবল এটাই চায়। জোয়াও পেদ্রো ১০ নম্বর পজিশন বা সেন্টার ফরোয়ার্ডে খেলবে। তার পেছনে কারা থাকবে সেটা ভাবতে হবে, আমার মনে হয় এস্তেভাও-রাফিনিয়া থাকতে পারে।’

 

চিলির বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)

আক্রমণভাগ: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com