কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজী পাড়া বাজার থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ মো. জাহাঙ্গীর (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় জনৈক বাহাদুরের পুত্র।
রবিবার (৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালী থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক ২ নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বারের অফিসের সামনে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরের ডান হাতে থাকা নীল রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে সচল একনলা একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
এ ঘটনায় জাহাঙ্গীরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।