1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
১৫ আগস্ট উপলক্ষে হাসিনা ও আ.লীগকে ব্যঙ্গ করে ডিজে গান বাজিয়ে নৃত্য করেছে ঢাবির শিক্ষার্থীরা ঈদগাঁওয়ের ফুফাতো ও মামাতো ভাইয়ের সাজেক ভ্রমণের পথে মৃত্যু রামুর বিতর্কিত আওয়ামী লীগ নেতা ইউনুস ভুট্টো ফের গ্রেফতার উপদেষ্টা আসিফ মাহমুদ চাঁদাবাজদের মাস্টারমাইন্ড হিসেবে প্রমাণিত খালেদা জিয়ার জন্মদিন আজ: কেক না কাটার নির্দেশ এক সময় ভাত খুজতো ক্যান্টিনে — এখন হাঁস খুজে ওয়েস্টিনে জামায়াত নেতার গদিসহ ৭ গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার কক্সবাজারে মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত রামুতে সাংবাদিক ফরমানের “কারাস্মৃতি” গ্রন্থের মোড়ক উন্মোচন বিচার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না: মাসুদ সাঈদী

যুবককে আটকে বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ

✍️ প্রতিবেদক: ডেস্ক নিউজ •

  • আপডেট সময়ঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬ বার পঠিত

গাজীপুরে লায়ন শাহজাহান বাদশা (৩০) নামের এক যুবককে সাত ঘণ্টা আটকে রেখে এটিএম বুথ থেকে ছয় লাখ ৪৫ হাজার টাকা তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ও গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকার মধ্যে এ ঘটনা ঘটে।

শাহজাহান বাদশা শ্রীপুরের মুলাইদ গ্রামের মো. বাবুলের ছেলে। শাহজাহান বাদশা জানিয়েছেন, আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষার ভাইভায় অংশ নেওয়ার কথা ছিল রবিবার সকালে। এ কারণে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন মুলাইদ গ্রামের বাড়ি থেকে। রাজধানীর মিরপুরে এক আত্মীয়র বাসায় গিয়ে রাতে থাকার কথা ছিল। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর দিকে পল্লী বিদ্যুৎ মোড়ে অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। এরই মধ্যে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তার সামনে দাঁড়ায়। ১৫০ টাকা চুক্তিতে চালক তার প্রাইভেটকারে উঠায়। একই সময় ওই গাড়িতে আরও তিন যুবক উঠে বসে। রাজেন্দ্রপুর পার হওয়ার আগেই প্রাইভেটকারে উঠা অন্য তিন যাত্রী শাহজাহানের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এর আগেই বুকে পিস্তল ঠেকিয়ে ও ধারালো ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। টানা সাত ঘণ্টা হাত-পা ও চোখ বেঁধে প্রাইভেটকারে ঘোরানো হয়। লুট করে নেওয়া হয় সঙ্গে থাকা ৪৫ হাজার টাকা। সেইসঙ্গে এটিএম কার্ডও নিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে নির্যাতনের মুখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন। দুর্বৃত্তরা বিভিন্ন বুথে গিয়ে এটিএম কার্ড দিয়ে আরও ছয় লাখ টাকা তুলে নেয়। টাকা লুট করে নিয়ে প্রায় সাত ঘণ্টা পর দুর্বৃত্তরা শাহজাহানকে মেম্বার বাড়ি এলাকায় ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। অন্য এক ব্যক্তির স্মার্টফোনে নিজের ফেসবুক আইডিতে লগইন করে একটি ভিডিওর মাধ্যমে পুরো ঘটনার বর্ণনা দেন।

 

শাহজাহান বলেন, ‘রবিবার সকালে আমার আয়কর আইনজীবী নিয়োগ পরীক্ষার ভাইভা ছিল। একই দিন রাত ১০টায় আমার চীনের ফ্লাইট ছিল। এ কারণে আগের দিন আত্মীয়র বাসায় গিয়ে থাকার জন্য শনিবার সন্ধ্যায় বের হই। অপরিচিত একটি প্রাইভেটকারে উঠে আমার সর্বনাশ হয়ে যায়। সাত ঘণ্টা আমার চোখ বেঁধে রাখে, ডেভিট ও ক্রেডিট কার্ড নিয়ে সব টাকা তুলে নেয়। সঙ্গে থাকা ৪৫ হাজার টাকা, স্বর্ণের আংটি, মোবাইল সব কিছু নিয়ে যায় তারা। এ ঘটনায় আমার ভাই শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন। আমি চীনের উদ্দেশে যাত্রা করেছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি ভুক্তভোগী আমাকে জানিয়েছেন। পুরো ঘটনাটি জয়দেবপুর থানা এলাকায় ঘটেছে। কিন্তু তিনি যেহেতু শ্রীপুর থানা এলাকা থেকে প্রাইভেটকারে উঠেছিলেন, তাই আমরা বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!